যমুনা গ্রুপের টাকা সরানোর চেষ্টা; বেরিয়ে এলো মূল ঘটনা

417
crimetube.xyz

 

নিউজ ডেস্কঃ পুলিশের জিজ্ঞাসাবাদে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের ব্যাংক হিসাব থেকে টাকা সরিয়ে নেয়ার চেষ্টার কথা স্বীকার করেছে জাকির হোসেন জালিয়াত চক্র। মাজহারুল ইসলাম মাসুমসহ পলাতকদের ধরার চেষ্টা চলছে বলেও জানান কর্মকর্তারা।

 

সই জাল করে গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা বিল্ডার্সের হিসাব থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেয়ার চক্রান্ত করে তারা। চক্রটি ব্যাংক থেকে আরও কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের টাকা হাতিয়ে নেয়ারও চেষ্টা করে ব্যর্থ হয়।

 

জাকির হোসেন ছিলেন ডাচ বাংলা ব্যাংক, কাওরান বাজার শাখার এসএমই সেলস এর টীম ম্যানেজার। তবে ঘটনার মূল হোতা জাকির হোসেনকে এখনও গ্রেফতার করা যায়নি। পুলিশ জানিয়েছে, মূল হোতা জাকির হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।