দুই দশক পর গ্রেফতার নায়ক সোহেল চৌধুরী হত্যার প্রধান আসামি

387
crimetube.xyz

 

নিউজ ডেস্কঃ চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় চার্জশিটভুক্ত প্রধান আসামি আশিষ রায় চৌধুরীকে গুলশান থেকে গ্রেফতার করেছে RAB। রাত ১০টার দিকে তাকে ধরতে অভিযান চালায় RAB।

 

গুলশানের ১০৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ি ফিরোজ গার্ডেন থেকে তাকে গ্রেফতার করা হয়। জামিন নিয়ে পলাতক থাকায় গত ২৪ মার্চ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। দীর্ঘ প্রায় দুই দশক ধরে পলাতক ছিলেন আশিষ রায় চৌধুরী।

 

crimetube24.com
নিহত সোহেল চৌধুরী |