স্ত্রী পরিচয়ে হোটেলে নিয়ে গলাকেটে হত্যা!

367
crimetube.xyz

 

নিউজ ডেস্ক : রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে সদ্য এমবিবিএস পাস করা এক নারী চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশ জান্নাতুল নাঈম সিদ্দিক নামের ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করে।

 

পুলিশ জানায়, আবাসিক হোটেলটিতে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সঙ্গে উঠেছিলেন জান্নাতুল। এরপর সুযোগ বুঝে স্বামী পরিচয়ধারী রেজাউল জান্নাতুলের গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

 

রেজাউল এবং জান্নাতুলের মাঝে প্রেমের সম্পর্ক ছিল। তবে জান্নাতুলের পরিবারের পক্ষ থেকে সম্প্রতি বিয়ের ব্যাপারে আপত্তি তোলে। তাই এ খুন হয়ে থাকতে পারে পুলিশের ধারনা। তবে প্রাথমিক তদন্ত শেষে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যালে পাঠিয়েছে।

 

নারী চিকিৎসকের মরদেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত মো. রেজাউল করিমকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পরিবার বিয়েতে রাজি না হওয়ায় ক্ষোভ থেকে জান্নাতুল সিদ্দিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। জান্নাতুলের পরিবারের দাবী এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড এবং তারা এর সুষ্ঠ তদন্ত ও বিচার দাবী করেছেন।