সপ্তাহে ১দিন করতো ডাকাতি, রাত থেকে ভোর পর্যন্ত খুঁজতো টার্গেট

385
crimetube.xyz

 

নিউজ ডেস্কঃ সপ্তাহে একদিন ভাড়া করা প্রাইভেট কার নিয়ে বের হতো দলটি। মধ্যরাত হতে ভোর পর্যন্ত অনেকটা রুটিন করেই করতো ছিনতাই-ডাকাতি। টার্গেট প্রতি রাতে অন্তত ৪ থেকে ৫টি ছিনতাই।

 

সম্প্রতি রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজের দুই ভারতীয় শিক্ষার্থীর কাছ থেকে ছিনিয়ে নেয় রুপি ও অন্যান্য মূল্যবান সামগ্রী। সেগুলো উদ্ধারসহ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দারা। চক্রটির সদস্য সংখ্যা ১০ থেকে ১২ জন বলে জানা গেছে।

 

রাজধানীতে অভিযান চালিয়ে ডাকাত দলটির সাত সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দ পুলিশ। গ্রেফতারকৃতরা জানায়, তারা ঐ রাতেই আরো তিন জায়গায় ডাকাতি করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভারতীয় রূপিসহ অন্যান্য সামগ্রী।