১০ ট্রাক অস্ত্র মামলার আসামি নিয়ে বিস্ময়কর তথ্য শিশির মনিরের!

7
শিশির মনির

সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির ১০ ট্রাক অস্ত্র মামলা নিয়ে বিভিন্ন কথা বলেছেন, ১০ ট্রাক অস্ত্র মামলার শুনানি হয়েছে, এই মামলায় খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। এই মামলার আসামি ছিলেন তিনি। আশ্চর্য হলো প্রথমে একবার মামলার তদন্ত হয়ে গেছে, সব শেষ, সাক্ষী প্রমাণ নেয়া হয়ে গেছে ৩১ জনের। এই সময় সরকার পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে নতুন সরকার এসেছে। ৩১ জনের সাক্ষী হয়ে যাওয়ার পরে দরখাস্ত করেছে কোর্টে যে, আমরা মামলার আবার তদন্ত করতে চাই। এইবার তদন্তের জন্য আদেশ দিয়েছে, আসামি হচ্ছে লুৎফুজ্জামান বাবর, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম। সাবেক ডিজিএফআই চিফ, তৎকালীন এনএসআই চিফ সবাই এই মামলার আসামি।

 

২১’শে আগস্ট মামলায় ২৮ জনের সাক্ষী হয়ে গেছে। সাক্ষী শেষ হয়ে যাওয়ার পরে সরকার পরিবর্তন হয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে। তারা কোর্টকে গিয়ে বলেছে যে, আমরা একটা দরখাস্ত দিলাম নতুন করে তদন্ত করতে চাই। নতুন তদন্ত রিপোর্টে এসে আসামি হচ্ছেন জনাব তারেক রহমান, জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ। বাংলাদেশের ইতিহাসে বা পুরো ভারতীয় সাবকন্টিনেন্টের ইতিহাসে কেউ দেখাতে পারবে না যে একজন ব্যাক্তি একবার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়ার পর, সরকার পরিবর্তন হয়ে আরেকটা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়ে নতুন লোককে আসামি করে। কিন্ত এটা করেছে আওয়ামীলীগ সরকার মুফতি হান্নান’কে দিয়ে।

 

আমি ( শিশির মনির ) বলেছিলাম কোর্টে যে, ৪০০ বছরের ফৌজদারী বিচার ব্যবস্থার ইতিহাসে একটা নজির যদি কেউ দেখাতে পারেন এই রকম ঘটনা ঘটেছে, সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পরে নতুন করে তদন্ত করে সকল নতুন মানুষকে আসামি করা হয়েছে। রাষ্ট্রপক্ষ বা আসামি পক্ষ কেউ দেখাক কিংবা অন্য আইনজীবীরা দেখাক, একটা উদাহরণও কেউ দেখাতে পারেনি। এটা শুধু বাংলাদেশের জুডিশিয়ারি সিস্টেমেই হয়েছে, এরকম তো হওয়ার কথা না।