“মিডিয়া কাভারেজ নয়, দুর্নীতি নির্মুলে কাজ করতে হবে দুদককে”

500
crimetube.xyz

 

নিউজ ডেস্কঃ দুর্নীতি একটি মানসিক ব্যাধি, আদালত লজ্জিত যে দেশের সব সেক্টরে ক্ষমতাশালী দুর্নীতিবাজরা আসন গেড়ে বসেছে। তাদের সর্বোচ্চ সাজার আওতায় আনতে হবে। হাজী সেলিমের দুর্নীতি মামলার পূর্ণাঙ্গ রায়ের এমন পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

 

রায়ে আদালত আরো বলেন, দুদককে শুধু মিডিয়া কাভারেজ নয়, বরং সাংবিধানিক পদসহ সব পর্যায়ে দুর্নীতি নির্মুলে আরো সচেষ্ট হতে হবে। এই রায়ের ফলে সংসদ সদস্য পদ হারাবেন হাজী সেলিম।

 

রায় অনুযায়ী নিম্ন আদালতে দেয়া হাজী সেলিমের দশ বছরের কারাদন্ডের সাজা বহাল রেখেছে হাইকোর্টের আপিল বিভাগ। এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেন আদালত। ৬৬ পৃষ্ঠার রায়ে আরো উল্লেখ আছে, তাকে আগামী ৩০ দিনের মধ্যে আত্মসমর্পন করতে হবে।