প্রেমের ফাঁদে ফেলে অর্থ লুট, পুলিশ পরিদর্শকের স্ত্রী কারাগারে।

408
crimetube.xyz

 

নিউজ ডেস্কঃ রংপুরে প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার পুলিশ পরিদর্শকের স্ত্রী ফাতেমা খাতুন তানিশাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

বুধবার বিকেলে রংপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তানিশাকে হাজির করা হয়। এসময় তার আইনজীবী জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

আন্তঃনগর ট্রেন রংপুর এক্সপ্রেসের ম্যানেজার আশরাফুল ইসলামের করা মামলায় মঙ্গলবার তানিশাকে গ্রেফতার করে পুলিশ। মামলায় বলা হয়, প্রেমের ফাঁদে ফেলে আশরাফুলের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন তানিশা।