পুলিশ পরিচয়ে ঢাবি শিক্ষার্থীকে অপহরণ করলো কে?

433
ঢাবি শিক্ষার্থীকে অপহরণ

নিউজ ডেস্ক : পুলিশ পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণ করলো কে? এ নিয়ে ঘুম হারাম ঢাকার পুলিশের। গত ২৫ আগস্ট দিনে দুপুরে কল্যাণপুর এলাকা থেকে পুলিশ পরিচয়ে অপহরণ করে, উত্তরার দিয়াবাড়ির নির্জন এলাকায় ফেলে যায় এক দুর্বৃত্ত।

 

শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও নিপীড়ন করে, কেড়ে নেয়া হয় টাকা ও স্বর্ণালঙ্কার। মামলা হলেও এখনো অপরাধী ধরতে পারেনি পুলিশ। তুরাগ থানা পুলিশের মাধ্যমে উদ্ধারের পর অপহরন মামলা করেন ঐ ভোক্তভোগী শিক্ষার্থী।

 

উল্লেখ্য, দিয়াবাড়ী কাশবনের পাশে মেয়েটির চিৎকার শব্দ শুনে তাকে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী উদ্ধারে এগিয়ে আসেন। এসময় মোটরসাইকেলে চড়ে দ্রুত অপহরনকারী পালিয়ে যান। পুলিশসহ আরো চার থেকে পাচটি সংস্থা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে আসামী গ্রেফতারের জন্য।

Related Post:
পুলিশ পরিচয়ে দেড় হাজার ছিনতাই ও অর্ধশতাধিক ধর্ষণ!