পাকিস্তানে প্রেসক্লাবের সামনে সাংবাদিককে গুলি করে হত্যা

382
crimetube.xyz

 

নিউজ ডেস্কঃ পাকিস্তানের লাহোরে খুন হলেন এক সাংবাদিক। সোমবার, শহরের প্রেসক্লাবের সামনে তাকে গুলি করা হয়। ক্যাপিটাল টিভি নিউজে কর্মরত ছিলেন নিহত হুসনাইন শাহ।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে মোটরসাইকেল নিয়ে হামলা চালায় দুই বন্দুকধারী। দ্রুত গুলি চালিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। হত্যাকারীর পরিচয় নিশ্চিত করা যায়নি এখনও। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে দেশটির সংবাদকর্মীরা।

 

সাংবাদিকরা লাহোরো বিক্ষোভ র‌্যালি করেছে। সাংবাদিকদের জন্য অন্যতম ঝুকিপূর্ন দেশ হিসেবে বিবেচিত হয় পাকিস্তান। সাংবাদিকদের উপর হামলা ও হত্যা বিষয়ক ২০২০ সালের এক তালিকায় ৯ম স্থানে রয়েছে পাকিস্তানের নাম।

 

পুলিশ জানায়, অফিস থেকে ফেরার পথে তাকে হত্যা করা হয়। হত্যাকারীদের আটকে তিনটি টীম গঠন করা হয়েছে। তদন্ত কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে। খুব শীঘ্রই হামলাকারীদের আটকের আশাবাদ ব্যক্ত করেন ঐ পুলিশ কর্মকর্তা।