চোখের পলকেই বিমানবন্দর থেকে প্রবাসীর লাগেজ চুরি, যেভাবে উদ্ধার

462
crimetube.xyz

 

নিউজ ডেস্কঃ বিমানবন্দর থেকে লাগেজ হারানোর পর এভাবেই কান্নায় ভেঙ্গে পড়েন নড়াইলের বাসিন্দা রাকিব। লাগেজে ছিলো ৭ লাখ টাকার চেক ও মূল্যবান জিনিসপত্র। মুহূর্তেই মলিন হয়ে যায় তার হাসিমাখা মুখ। ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

চুরি হওয়ার পর কান্নাজড়িত কন্ঠে রাকিব জানায়, মুহুর্তের মধ্যে পিছন ফিরে দেখি আমার লাগেজ নেই। এটা যদি বাংলাদেশের বাইরে হতো তবে আমার কোনো অভিযোগ ছিলো না। দেশে ফিরে এমন ঘটনার সম্মুখীন হলাম।

 

এই ঘটনার সময় ও ঘটনার পরবর্তী সময়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ২৪ ঘণ্টার মধ্যে লাগেজটি উদ্ধার করে রাকিবের হাতে লাগেজ তুলে দেয় বিমানবন্দর আর্মড পুলিশ। মূল্যবান জিনিসপত্র পেয়ে খুশি এই সৌদি প্রবাসী। সৌদী প্রবাস জীবন শেষে দীর্ঘ তেরো বছর পর দেশে ফেরেন রাকিব। তার বাড়ী নড়াইলের কালিয়া থানাধীন।