গাজীপুরে একাধিক মামলার আসামি অস্ত্রসহ আটক

424
crimetube.xyz

 

নিউজ ডেস্ক : গাজীপুরে একাধিক মামলার আসামি অস্ত্রসহ আটক করেছে গাজীপুর সদর থানা পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকার মগবাজার তালতলি এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটককৃত রবিন সরদার (৩০) শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার নুরুজ্জামান সরদারের ছেলে। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রবিন সরদার চাঁদাবাজি, ভূমি দখলসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।

 

আটকের পর জিজ্ঞাসাবাদে রবিন সরদার -এর জয়দেবপুরের বাসায় অভিযান চালিয়ে বিছানার নীচ থেকে একটি (অস্ত্র) রিভলবার উদ্ধার করা হয়। রবিনের বিরুদ্ধে অন্যান্য অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

crimetube24.com