ঈদের রাতে হাসপাতালে কিশোরীকে ধর্ষণ!

404
crimetube.xyz

 

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের রাতে এক কিশোরীকে ধর্ষণ -এর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের মামলায় মাসুম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম ধর্ষণ (RAPE)-এর কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ। এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে মেয়েটির ডাক্তারী পরীক্ষা।

 

উল্লেখ্য, মেয়েটি তার মায়ের চিকিৎসা করানোর জন্য ঐ হাসপাতালে ভর্তি করিয়েছেন। ঈদের রাতের কোনো এক সময়ে মেয়েটিকে হাসপাতালের বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়, যা সিসি টিভি ফুটেজ দেখে এবং প্রাথমিক তদন্তে জানা গেছে।