
নিউজ ডেস্কঃ রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকায় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল-আমিন হকের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। সহযোগীদের নিয়ে দফায় দফায় এলোপাতাড়ি মারপিট করে তারা। এসময় যমুনা টেলিভিশনের ক্যামেরা ও ভিডিও জার্নালিস্ট আহসান উল্লাহ খন্দকারকে আঘাত করে হামলাকারীরা।
দফায় দফায় আল আমিন হকের উপর লাথি, কিল-ঘুষি মেরে মারাত্মক জখম করে ফেলে। হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে আঘাতের চেষ্টা করে। না পেরে ইটের আঘাতে রিপোর্টার আল-আমিন হককে বহনকারী গাড়ী ভেঙ্গে চুরমার করে ফেলে। ভিডিও ধারনকারী আহসান উল্লাহ খন্দকারকেও মারধর করে এবং ক্যামেরা ভেঙ্গে ফেলে।

প্রধান হামলাকারীর নাম আমির হোসেন বাবু এবং পিতার নাম লোকমান সরকার, হামলাকারীরা সংখ্যায় ৩/৪ জন ছিল। হামলাকারীরা যে গাড়ী ব্যবহার করছিলো তার নাম্বার ঢাকা-মেট্রো ল-৫৫৪০৫৬।

শনিবার বিকেলে বাণিজ্য মেলার সংবাদ সংগ্রহ করে ফেরার পথে রুপগঞ্জ কাঞ্চন ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রুপগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বিএফইউজে’র সভাপতি – মহাসচিব ও ডিইউজে;র সভাপতি ও সাধারণ সম্পাদক।




































