এ কেমন নির্মমতা! শিশুকে আবর্জনার স্তুপে ফেললেন এক মা

347
crimetube.xyz

 

নিউজ ডেস্কঃ নবজাতক’কে আবর্জনার স্তুপে ফেললেন ১৮ বছর বয়সী এক মা। নিউ মেক্সিকোর এই ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। টেক্সাস সীমান্তবর্তী এলাকায় আবর্জনায় খাবারের সন্ধান করছিলেন এক ব্যক্তি। তখন প্যাকেটে মোড়ানো অবস্থায় কিছু একটা নড়তে দেখেন এবং পান ক্ষীণ শব্দ। প্যাকেট খুলে দেখেন নবজাতক। সাথে সাথে পুলিশে খবর দেয়া হয় এবং স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানান।

 

কর্তৃপক্ষ জানায়, জন্মের পর ছয় ঘন্টার মতো আবর্জনায় পড়েছিলো নবজাতক শিশুটি। এই ঘটনা এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষন করে শিশুটির মা শণাক্ত করা গেছে। তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

 

এলেক্সি সেভিলা নামের ঐ আঠারো বছরের তরুণী জানায়, সে ছয় মাস পর্যন্ত আন্তঃস্বত্বার বিষয়টি জানতেন না। আর জন্মের পর তিনি সন্তানের ভরণপোষনেও ইচ্ছুক নন।