বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারীর বাড়ি ঝালকাঠি

2
বলিউড অভিনেতা সাইফ আলী

গত ১৬ জানুয়ারি ব্রান্দায় নিজ বাড়িতে ছুরি হামলার শিকার হন বলিডউ তারকা বলিউড অভিনেতা সাইফ আলী খান। এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গতকাল রোববার তাকে থানের বনের ভেতর থেকে আটক করা হয়।

 

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে পুলিশে জানিয়েছে, তারা শরিফুলের আসল বাংলাদেশি জন্মসদন পেয়েছে। যেটিতে উল্লেখ আছে তার বাড়ি ঝালকাঠি বিভাগে। পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল তাদের জানায়, তার বাড়ি পশ্চিমবঙ্গে। তখন তাকে পশ্চিমবঙ্গের ঠিকানা সম্পর্কে বিস্তারিত বলতে বলা হয়। কিন্তু তিনি এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারছিলেন না। এতে তাদের সন্দেহ হয় শরিফুল হয়ত বাংলাদেশি হতে পারেন।

 

এরপর জিজ্ঞাসাবাদ আরও জোরদার করার পর শরিফুল স্বীকার করেন তিনি সাত মাস আগে পশ্চিমবঙ্গ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। ওই সময় পুলিশ শরিফুলকে তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে বলে। তখন তারা তার জন্মনিবন্ধন পেতে সমর্থ হয়। এতে দেখা গেছে, বলিউড অভিনেতা সাইফ আলী খানের হামলাকারীর বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে।