নারী সহকর্মীকে বাসায় নিয়ে অনৈতিক কর্মকাণ্ড, ২ কৃষি কর্মকর্তা আটক

12
অনৈতিক কর্মকাণ্ড

বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় ২৬ ডিসেম্বর রাতে অনৈতিক কর্মকাণ্ডের সময় নারী সহকর্মীসহ আটক হয়েছেন দুই কৃষি কর্মকর্তা। এ সময় কৌশলে পালিয়ে যান দীপঙ্কর বাড়ৈ নামের একজন উপসহকারী কৃষি কর্মকর্তা, তবে নারী কর্মকর্তা বিয়ের দাবিতে তার বাসায় অবস্থান নেন।

 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে ঘটনাটি ঘটে। যখন দীপঙ্কর বাড়ৈ ও প্রিয়াংকা ভক্ত নামের দুই কৃষি কর্মকর্তা গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুর এলাকার সাগর গোমেজের ভাড়া বাসায় ছিলেন। স্থানীয়রা তাদেরকে বাসায় আটক করে, পরে দীপঙ্করের স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে তিনি কৌশলে পালিয়ে যান।

 

প্রিয়াংকা ভক্ত জানায়, দীপঙ্কর তার সঙ্গে এক বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। ওই দিন দীপঙ্করের স্ত্রী বাড়ি না থাকায় তাকে বাসায় ডেকে নেয়। রাত ৪টায় সেখানে পৌঁছানোর পর প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে। তবে দীপঙ্কর পালিয়ে যায়।

 

বাড়ির মালিক সাগর গোমেজ বলেন, অনৈতিক কর্মকাণ্ডের সময় দীপঙ্কর এবং তার নারী সহকর্মীকে আটক করা হয়। তবে দীপঙ্কর পালিয়ে যাওয়ার পর ওই নারী বিয়ের দাবিতে বাসায় অবস্থান নেয়। তবে কিছু সময় পর ওই নারী বাসা ছেড়ে চলে যান।

 

এদিকে দীপঙ্কর বাড়ৈ এই অভিযোগ অস্বীকার করে বলেন, “এ ধরনের কোন ঘটনা ঘটেনি, আমাকে ফাঁসানো হয়েছে। এ বিষয়ে গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।