যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হবে আজ

389

 

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হবে আজ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিবেন নতুন প্রধানমন্ত্রী। জনমত জরিপে ঋষি সুনাকের চেয়ে এগিয়ে আছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। লিজ ট্রাস ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের মধ্য থেকে একজনকে বরিস জনসনের উত্তরসূরি হিসেবে বেছে নিতে গত ৪ আগস্ট থেকে ভোট গ্রহণ শুরু হয়।

 

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলে এক সপ্তাহের মধ্যে ক্রমবর্ধমান জ্বালানি খরচ মোকাবিলা ও সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাস। রোববার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তার পদক্ষেপ হবে দেশের জনগণ ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।

 

মঙ্গলবার স্কটল্যান্ডের বালমোরালে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে পদত্যাগপত্র জমা দিবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন।