নিউজ ডেস্কঃ যমুনা টেলিভিশনের সাংবাদিক আল আমিন হক অহন ও ভিডিও জার্নালিস্ট আহসান উল্লাহ খন্দকারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি আমির হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। রুপগঞ্জ থানায় মামলার পরে রাত সাড়ে ১১টা নাগাদ তাকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, শনিবার বিকেলে রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকায় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল-আমিন হকের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। সহযোগীদের নিয়ে দফায় দফায় এলোপাতাড়ি মারপিট করে তারা। এসময় যমুনা টেলিভিশনের ক্যামেরা ও ভিডিও জার্নালিস্ট আহসান উল্লাহ খন্দকারকে আঘাত করে হামলাকারীরা।
দফায় দফায় আল আমিন হকের উপর লাথি, কিল-ঘুষি মেরে মারাত্মক জখম করে ফেলে। হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে আঘাতের চেষ্টা করে। না পেরে ইটের আঘাতে রিপোর্টার আল-আমিন হককে বহনকারী গাড়ী ভেঙ্গে চুরমার করে ফেলে। ভিডিও ধারনকারী আহসান উল্লাহ খন্দকারকেও মারধর করে এবং ক্যামেরা ভেঙ্গে ফেলে।