যশোরে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে অসংখ্য মানুষের মোবাইল ফোন ও স্বর্ণলংকার খোয়া গেছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে যশোরের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় এই ঘটনা ঘটে। এর পর থেকে যশোর কোতোয়ালী মডেল থানায় ভুক্তভোগীরা জিডি করতে ব্যাপকভাবে ভিড় করছেন।
শনিবার (৪ জানুয়ারি) বেলা তিনটা পর্যন্ত ৩০০টি জিডি হয়েছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীদের সংখ্যা আরও বাড়বে, কারণ প্রতিদিনই জিডি করতে থানায় আসছেন নতুন নতুন মানুষ। যশোর কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “তিনদিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলে পাঁচ থেকে সাত লাখ মানুষ সমাগম হয়। এর মধ্যে অনেকের মোবাইল ফোন, স্বর্ণলংকার ও মূল্যবান জিনিসপত্র হারিয়ে গেছে। পুলিশ চুরি ও জিডির বিষয়গুলো তদন্ত করছে।”
এ ঘটনায় জানা গেছে, আদ-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত মাহফিলের শেষ দিন ছিল শুক্রবার, যেখানে আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আজহারী বক্তৃতা দেন। তার আগমন উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে, যা সড়ক ও মহাসড়কেও ছড়িয়ে পড়ে। মাহফিলের প্রাঙ্গণে পাঁচ থেকে সাত লাখ মানুষের সমাগম ঘটে, এবং এর মধ্যেই মোবাইল ও স্বর্ণলংকার হারানোর অভিযোগ আসে।
যশোর কোতোয়ালী মডেল থানার ডিউটি অফিসার শারমিন আক্তার জানান, শুক্রবার গভীর রাত থেকে শনিবার বেলা তিনটা পর্যন্ত ৩০০টি জিডি হয়েছে। তারা আশা করছেন, শনিবার সকাল থেকে আরও হাজারখানেক জিডি জমা হবে।