গাজীপুরে ৫৬০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

103
মাদক ব্যবসায়ী

গাজীপুর সদর উপজেলা জয়দেবপুর থানার বানিয়ারচালা এলাকা থেকে ৩৯ কেজি গাঁজা এবং ৫৬০ পিচ ইয়াবা ট্যাবলেট, দুই বোতল বিদেশী মদসহ ৬ জন মাদক ব্যবসায়ী -কে এবং ২৫ জন মাদক সেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়িরা হলো- মেহেদী হাসান মিরাজ (৩০), মোছাদ্দিক হোসেন অপু (৩২), হাসিনা বেগম (৪৫), টুনি বেগম (৫৫), লতিফা বেগম (২৪) এবং ফাহিমা আক্তার (১৮)।

 

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশ বানিয়ারচালা এলাকার কসাই আমিরের বাড়িতে অভিযান পরিচালনা করে ৬ জন মাদক ব্যবসায়িকে এবং ২৫ জন মাদক সেবীকে গ্রেপ্তার করে।

 

এ সময় তার বাড়ি থেকে ৩৯ কেজি গাঁজা ও ৫৬০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং দেড় বোতল বিদেশীমদ উদ্ধার এবং মাদক বিক্রির প্রায় ৮ লাখ ৮২ হাজার টাকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৫ মাদক সেবীর প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড এবং ৬ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।

—————-       ———

বাংলাদেশী মাদক ব্যবসায়ীর মধ্যপ্রাচ্যে ইয়াবা ব্যবসায় ব্যাপক সাফল্য

এলাকায় ফেন্সি উজ্জ্বল নামে পরিচিত বাংলাদেশী এ মাদক ব্যবসায়ী । ২০১০ সালে সন্ত্রাসের হাতিখড়ি ফেন্সি উজ্জ্বলের। তৎকালীন সময়ে শিল্পপতি হেলাল খানের ফুলদীর গ্রামের বাড়িতে আগুন দিয়ে সম্পুর্ণ বাড়ি পুড়িয়ে দেয় এই সন্ত্রাসী। থানায় অভিযোগ দিলে তৎকালীন এমপি মেহের আফরোজ চুমকির ইশারায় মামলা নেয়নি থানা পুলিশ। উল্টো জিম্মি করে হেলাল খানের কাছ থেকে হাতিয়ে নেয় প্রায় ৫০ লক্ষ টাকা এই সন্ত্রাসী। তৎকালীন গাজীপুরের এসপি মাহফুজুর রহমান নুরুজ্জামানের নেতৃত্বে হেলাল খানকে জিম্মি দশা থেকে উদ্ধার করা হয়। তারপর থেকে আর পিছ ফেরে তাকাতে হয়নি এই কুখ্যাত সন্ত্রাসীকে।…

Related Post:
ধরাছোঁয়ার বাইরে গাজীপুরের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী শামীম