মরদেহের রহস্য উন্মোচন করতে গিয়ে জট খুললো আরেক নারী হত্যাকাণ্ডের

378
crimetube.xyz

 

নিউজ ডেস্কঃ রাজধানীতে ময়লার ভাগাড়ে এক নারীর অর্ধগলিত মরদেহের রহস্য উন্মোচন করতে গিয়ে জট খুললো আরেক নারী হত্যাকাণ্ডের। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় কক্সবাজারের আমেনা খাতুনকে চট্টগ্রামের রাউজানে এনে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী ও তার দুই সহযোগী।

 

crimetube24.com
গ্রেফতারকৃত তিন আসামী

 

অভিযুক্ত স্বামীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, তারা হলেন আক্তার, মিরাজ এবং স্বামী বাদশা। অন্যদিকে, গত ১৬ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি কর্পেোরেশনের ময়লার ভাগাড়ে পাওয়া নারীর মরদেহের রহস্য শিগগিরই উদঘাটন হবে বলে আশা পুলিশের।

 

মরদেহের ডিএনএ টেষ্ট এর জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।