
নিউজ ডেস্কঃ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মামলায় সাময়িক বরখাস্ত ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিকের আট বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম আজ এ রায় দেন। রায়ে পার্থ গোপাল বণিকের ৬৫ লাখ টাকার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
২০১৯ সালের ২৮ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকার ধানমন্ডির ভূতের গলিতে ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিকের ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্ধার করে। পার্থ গোপাল দাবি করেছিলেন, এই টাকা তার বৈধ উপার্জন। তবে দুদক তদন্তে জানতে পারে, তিনি সরকারি দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে এই অর্থ অবৈধভাবে অর্জন করেছেন।
পরবর্তীতে, ২০২২ সালের ৯ জানুয়ারি ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালত পার্থ গোপাল বণিককে দুর্নীতির দায়ে দুটি ধারায় মোট আট বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করে। দুটি ধারার সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে মোট পাঁচ বছর কারাভোগ করতে হবে। তবে মুদ্রা পাচারের আরেক অভিযোগ থেকে খালাস পেয়েছেন সাবেক এই কারা কর্মকর্তা।