তেলের টাকা চাওয়ায় বেধড়ক পেটায় সন্ত্রাসী বাপ্পি

383
ইনসেটে বাপ্পি

 

নিউজ ডেস্ক : পাম্প থেকে তেল নেয়ার টাকা চাওয়ায় ঠাকুরগাঁওয়ে এক কর্মচারীকে প্রকাশ্যে মারধর করা হয়েছে। পাম্প কর্তৃপক্ষের দাবি, হামলা চালানো বাপ্পি এলাকার চিহ্নিত সন্ত্রাসী। থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। মারধরের সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল।

 

ঘটনাটি গত ১৭ সেপ্টেম্বর এর বাধন-কাকন পেট্রোল পাম্পের। ভুক্তভোগী আজিজুর রহমানের ভাষ্য, বাইক আরোহী তার বাইকে দুইশত টাকার পেট্রোল নেয়। তখন তার কাছে টাকা চাওয়া হলে সে এলোপাতাড়ি মারধর করতে থাকে পাম্প কর্মচারী আজিজুর রহমানকে। এর আগেও বাপ্পি কয়েকবার তেল নিয়ে টাকা না দিয়ে চলে যায়।

 

ভুক্তভোগী আজিজুর রহমান-এর পরিবারের পক্ষ হতে বাপ্পির নাম উল্লেখ করে ঠাকুরগাও সদর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। এলাকাবাসীর ভাষ্য, বাপ্পি চিহ্নিত চাদাবাজ ও সন্ত্রাসী।

 

 

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, ঘটনাটি খতিয়ে দেখে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। পেট্রোল পাম্পটির পাশেরই ইসলামনগর গ্রামের বাসিন্দা বাপ্পি।