টার্গেট করা ব্যক্তিকে সালাম দিয়ে বিভ্রান্ত করে সর্বস্ব লুট

375
ছিনতাই

 

নিউজ ডেস্ক : রাজধানীতে দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। বিশেষ করে সালাম পার্টির তৎপরতা বেড়েই চলেছে। টার্গেট করা ব্যক্তিকে সালাম দেয়ার মাধ্যমে বিভ্রান্ত করে, তারপর লুটে নেয়া হচ্ছে সর্বস্ব।

 

রাজধানীর মীরপুরের অধিবাসী এক কলেজ শিক্ষিকা  কাচা বাজারের উদ্দেশ্যে বাসা থেকে বের হোন। পথিমধ্যে এক তরুন তাকে সালাম দিয়ে অস্ত্রের মুখে সব স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও অস্ত্রের ভয়ে কেউ এগিয়ে আসেনি।

 

কলেজ শিক্ষিকা রওনক জাহান জানান, সনি সিনেমা হলের আশেপাশে প্রায়ই এমন ঘটনা ঘটছে। তিনি নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন। কারন অপরাধীরা খুবই বেপরোয়া।

 

ভুক্তভোগীদের অভিযোগ, এসব ঘটনায় থানা পুলিশ দায়সারা তদন্ত করে। তাই ছিনতাই হওয়া মালামাল উদ্ধার বা আসামি গ্রেপ্তার নেই। যদিও ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র বলছেন, ছিনতাইকারী ধরতে পুলিশের কাজ চলমান, গ্রেপ্তারও হচ্ছে প্রতিদিন।