‘আমি বাঁচবো কিনা তাও জানি না, দ্রুত আমাকে মুক্ত করুন’ – সুফিউল আনাম।

566
ঢাবি শিক্ষার্থীকে অপহরণ

 

নিউজ ডেস্ক : আট মাসেও উদ্ধার হয়নি ইয়েমেনে অপহৃত বাংলাদেশী অবসরপ্রাপ্ত লে. কর্নেল সুফিউল আনাম। জাতিসংঘে কর্মরত আনামের এক ভিডিও প্রকাশ করেছে সাইট ইনটিলিজেন্স। ভিডিওতে, মুক্তিপণ দিয়ে তাকে বাঁচানোর আকুতি জানিয়েছেন তিনি।

 

এতোদিনে উদ্ধার না হওয়ায় বেশ উদ্বেগে দিন কাটছে সুফিউল আনামের পরিবারের। দ্রুত তাকে উদ্ধারে জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানিয়েছেন স্বজনরা।

 

ভিডিওতে সুফিউল আনাম জানান, আমি ষাটোর্ধ্ব বয়সের মানুষ। আমি খুব কষ্টে আছি। আমাকে দ্রুত উদ্ধার করুন। আমি বাচবো কিনা তাও আমি জানি না। কতদিন যে সূর্য দেখি না বলতে পারবো না। দয়া করে আমাকে উদ্ধার করুন। আমি আমার পরিবারের কাছে ফেরত যেতে চাই।

 

সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে তাকে উদ্ধারের। জাতিসংঘ হতে উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় খুব দ্রুতই তাকে উদ্ধারের আশাবাদ ব্যক্ত করেছেন।