যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর

4
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড

প্রাক্তন বান্ধবীর বাবা-মাকে হত্যার দায়ে আমেরিকার এক অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছিল সেখানকার আদালত। তাকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে সেই দণ্ড দেওয়া হয়। ব্র্যাড সিগমন নামে ওই অপরাধীকে শুক্রবার গুলি করা হয়। ১৫ বছর পরে মার্কিন মুলুকে এই প্রথম কাউকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে সাজা দেওয়া হলো। মার্কিন কারা দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, দক্ষিণ ক্যারোলিনার বাসিন্দা ব্র্যাডকে তার প্রাক্তন বান্ধবীর বাবা-মাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল। যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর  ।

 

কারাগারের মুখপাত্র ক্রিস্টি শেইন জানিয়েছেন, ২০০১ সালে বেসবল ব্যাট দিয়ে ডেভিড এবং গ্ল্যাডিস লার্ককে হত্যা করেছিল ব্র্যাড। আদালতে হত্যার কথা কবুল করেছিল সে। ৬৭ বছর বয়সী ব্র্যাড সিগমনকে কলম্বিয়ার ব্রড রিভার কারেকশনাল ইনস্টিটিউশনে তিন সদস্যের ফায়ারিং স্কোয়াডের সামনে আনা হয়। সেখানেই ওই সদস্যরা তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করে।

 

জানা গিয়েছে, আমেরিকার সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ড রদের আবেদন জানিয়েছিল ব্র্যাড। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত। সাউথ ক্যারোলিনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার-ও তাঁর প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন।

 

জানা গিয়েছে, সিগমনের মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি হিসেবে প্রাণঘাতী ইনজেকশন, ফায়ারিং স্কোয়াড অথবা বৈদ্যুতিক চেয়ারের মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ ছিল। ব্র্যাডের আইনজীবী গেরাল্ড বো কিং জানান , ফায়ারিং স্কোয়াডকেই বেছে নেয় সে।

সাউথ ক্যারোলিনা ছাড়াও ইডাহো, মিসিসিপি এবং ওকলাহোমাতেও ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান আছে। যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর