পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ফিলিস্তিনি নিহত

303
crimetube.xyz

 

নিউজ ডেস্কঃ অধিকৃত পশ্চিম তীরে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছে।

 

ফিলিস্তিনি চিকিৎসা ও নিরাপত্তা সূত্র জানায়, ইসরায়েলি  সেনাবাহিনী এক ব্যক্তিকে গ্রেফতার করার জন্য উত্তরাঞ্চলে নাবলুস নগরীতে একটি এলাকায় প্রবেশ করার পর বালাতা শরণার্থী শিবিরের বাকির হাশাশকে (২১) তার মাথায় গুলি করে।

 

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের সৈন্যরা নাবলুসে একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করার জন্য অভিযানকালে সৈন্যদের উপর গুলিবর্ষনকারী এক সশস্ত্র ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করেছে।
সেনাবাহিনী বলেছে, একজন নিহত হয়েছে। তবে, সৈন্যদের মধ্যে কেউ হতাহত হয়নি।