নরসিংদীতে আনসার ক্যাম্পে হামলা চালিয়ে অস্ত্র লুট

380

নিউজ ডেস্ক : নরসিংদী শহরের বড়বাজারে টহলরত আনসার সদস্যদের ওপর হামলা চালিয়ে ২টি শটগান ও ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতরাত দেড়টার দিকে আনসার ক্যাম্পের ঠিক সামনেই এঘটনা ঘটে। এসময় টহলরত ৪ আনসার সদস্যের মধ্যে ২ জন পালিয়ে যান।

 

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে দেশীয় অস্ত্র হাতে একদল লোক ঘুরাফেরা করছে নরসিংদী শহরের বড় বাজার এলাকায়। এর কিছুক্ষণ পরই আনসার ক্যাম্পের চার আনসার সদস্যের মুখোমুখি হয় দুর্বৃত্তরা। টহলরত ৪ আনসার সদস্যের মধ্যে ২ জন পালিয়ে যান। বাকী ২ জনকে বেঁধে রেখে অস্ত্র ও গুলি লুট করে দুর্বৃত্তরা।

 

জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। জড়িতদের ধরতে অভিযান চলছে।

 

এর আগে সোমবার রাতে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের পঞ্চবটি বাজারের বেশ কয়েকটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এই দু’টি ঘটনা একই সূত্রে গাথা কিনা তাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখছে।