এলজিবিটিকিউ কে সমর্থন করে তোপের মুখে আইনজীবী মনজুর আল মতিন

112
এলজিবিটিকিউ

এবার এলজিবিটিকিউ কে সমর্থন করে তোপের মুখে পড়লেন বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকা আইনজীবী মনজুর আল মতিন।

গত ২৯/০৯/২০২৪ইং তারিখ রোজ রবিবার এলজিবিটিকিউ কে সর্মথন করে আইনজীবী মনজুর আল মতিন তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক একাউন্ট হতে একটি পোস্ট করেন। উক্ত পোস্টে মঞ্জুর আল মতিন উল্লেখ করেন: আজকে এলজিবিটিকিউ অধিকার নিয়ে কথা বলার মানে এই নয়, কেউ ইসলাম ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে। বিশ্বে ইসলাম ধর্মের বহু ধারা যেমন আছে, আছে এই ধর্মে বিশ্বাসীদের মধ্যে ভিন্নতা।

 

তার এই পোস্টের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা তীব্র নিন্দা প্রকাশ করছে। এর মধ্যে ব্রাক ইনিভার্সিটির সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎস তার একটি ফেসবুক পোস্টে নিন্দা প্রকাশ করে জানান: আপনি এলজিবিটিকিউ অধিকার নিয়ে কথা বলছেন, কিন্তু আপনি একজন আইনজীবী, আপনি ভালো করেই জানেন বাংলাদেশের আইন অনুযায়ী এলজিবিটিকিউ অধিকার না, অপরাধ। অবশ্য আমি তাদের অধিকারের সাথে একমত। তাদের ফেয়ার ট্রায়ালের অধিকার আছে। কিন্তু তারা বাংলাদেশের আইন অনুযায়ী অপরাধী প্রমাণিত হয়, তাহলে তাদের পেনাল কোড (দন্ডবিধি) ৩৭৭ অনুযায়ী ১০ বছর কারাদণ্ডে সাজা হবে। তাহলে আপনি জেনে বুঝে বাংলাদেশের আইনে যা অপরাধ তাকে অধিকার বলছেন কেন?’ বলে ব্রাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎস আইনজীবী মনজুর আল মতিনকে প্রশ্নবিদ্ধ করেন।