উদ্বোধনের ফিতা কাটতেই ধসে পড়লো গোটা সেতু!

372

নিউজ ডেস্ক : ঠিক উদ্বোধনের মুহুর্তেই ধসে পড়লো সেতু। এমন ঘটনা ঘটেছে আফ্রিকার দেশ কঙ্গোতে। দেশটির মনট-নুগাফুলা জেলায় পায়ে হাটার উপযোগী করে ওই সেতুটি তৈরী করা হয়।

 

ছবিতে দেখা যায় ফিতা কেটে উদ্বোধনের মুহুর্তে ভেঙ্গে পড়ে সেতুটি। সাথে সাথে নিচে পড়ে যান উপস্থিতি অতিথিরা। পরে তাদের টেনে তোলা হয়। সামাজিক মাধ্যমে এরইমধ্যে ভাইরাল এই ভিডিও। নেটিজেনদের মাঝে জন্ম দিয়েছে হাস্যরসের।

 

সেতু উদ্বোধনের সময় সেনাবাহিনীর সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা যায়। নিরাপত্তা কর্মীরা দ্রুত ধরাধরি করে তাদের ব্রিজ থেকে সরিয়ে নেন।