ইউপি নির্বাচনে গোলাগুলি; গাড়িচালকের আড়ালে ভাড়াটে সন্ত্রাসী!

386
crimetube.xyz

নিউজ ডেস্কঃ পেশায় কেউ রাজমিস্ত্রি, কেউ গাড়িচালক, কেউবা বেসরকারি চাকরিজীবী। তবে এসব পরিচয়ের আড়ালে সবাই ডাকাত ও ভাড়াটে সন্ত্রাসী। সম্প্রতি চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইপক্ষের গোলাগুলির ঘটনায় গ্রেফতার আট জন সম্পর্কে এমন তথ্যই দিয়েছে র‍্যাব।

 

সোমবার চট্টগ্রাম, বান্দরবান ও রাজধানী ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবিও করা হয়। আটককৃতরা হলেন- ইসমাইল, কোরবান আলী, নুরুল আবছার, নাছির উদ্দিন, মিন্টু, জসিম, কায়েস এবং মোর্শেদ।

 

র‌্যাব কর্মকর্তাদের দাবী পুরো ঘটনার নেতৃত্ব দেন বেসরকারী চাকুরীজীবি কায়েস। সে-ই অস্ত্র ভাড়া করা থেকে শুরু করে লোক সরবরাহ করেছে টাকার বিনিময়ে। সে চাকুরীর আড়ালে দক্ষিন চট্টগ্রামে বিভিন্ন সময়ে ভাড়াটে সন্ত্রাসী সরবরাহ করে থাকে।