আ.লীগ নেতা টিপুকে গুলি করেছে মাসুম, পরিকল্পনাকারী কারা?

347
crimetube.xyz

 

নিউজ ডেস্কঃ কন্ট্রাক্ট কিলার দিয়েই হত্যা করা হয়েছে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে। খুন করার জন্য পরিকল্পনাকারীরা তাকে কাজ দেয় পাঁচদিন আগে। তবে তাদের কারও নাম প্রকাশ করেনি পুলিশ। রাজনৈতিক বা ব্যবসায়ীক দ্বন্দ্ব থেকেই তাকে খুন করার আভাস দিয়েছে পুলিশ

 

খুনের অভিযোগে মাসুম মোহাম্মদ আকাশ নামের সেই শ্যুটারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার তাকে পাঠানো হবে আদালতে। পুলিশের ভাষ্য মতে, খুনের পর সে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

 

উল্লেখ্য, রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলামসহ দু’জন নিহত এবং একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে জাহিদুলকে বহনকারী ব্যক্তিগত গাড়ী লক্ষ্য করে হেলমেট পরিহিত একজন গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

 

crimetube24.com

 

রাজধানীর শাহজাহানপুরের আমতলায় বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম টিপু নিহত হন। এ সময় বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থী পথচারী সামিয়া আফরিন প্রীতিও গুলিতে নিহত হন।