অন্যের এনআইডি আর বায়োমেট্রিক দিয়ে বিক্রি হচ্ছে মোবাইলের সিম!

355
crimetube.xyz

 

নিউজ ডেস্কঃ বিক্রি হচ্ছে আপনার আমার আঙ্গুলের ছাপ। আরেকজনের এনআইডি বা বায়োমেট্রিকে মোবাইল সিম বিক্রি করা হচ্ছে অন্যদের কাছে। মিলছে রাস্তাঘাটে ফেরিওয়ালার কাছেও। এ সিম দিয়ে কেউ অপরাধ করলে ফেঁসে যাবেন অন্য ব্যক্তি।

 

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব বলছেন, এসব জালিয়াতির বিষয় তারা জানেন না। আর টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বলতে গেলে একরকম অসহায়। যত খুশি ততো সিম কেনা যাবে বায়োমেট্রিক ছাড়া বলে জানিয়েছেন জনৈক বিক্রেতা। কারন তাদেরকে সিম বিক্রির টার্গেট দিয়ে দেয়া হয়েছে।

 

বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান সুব্রত রায় গণমাধ্যমকে জানায়, সিম বিক্রির ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া রয়েছে। তথাপি তারা কেন বাস্তবায়ন করছে না বা করতে পারছে না তা খতিয়ে দেখা হবে।